***WELCOME TO MY BLOG ** More information about me Click Here.

Add two value in c

  আমি আজ আপনাদের দেখাবো কিভাবে দুটি সংখ্যা যোগ করবেন । আমি কম্পাইলার হিসাবে ইউজ করেছি codeblocks....

তাহলে শুরু করা যাক..........

সম্পূর্ন কোডটি: 

#include <stdio.h>
int main ()
{
    int a,b,sum;
    printf ("Enter first value: ");
    scanf ("%d",&a);
    printf ("Enter second value: ");
    scanf("%d",&b);
    sum=a+b;
    printf ("SUM= %d", sum);
    return 0;

}


কোডটি সম্পর্কে বিস্তারিত: 


#include <stdio.h>

হেডার ফা্ইল । 


int main ()

{

 

}

মেইন বডি। এই বডির ভিতর আমরা কনডিশন ও স্টেটমেন্ট লিখবো । 


int a,b,sum;

int তে এখানে ইন্টিজার টইপকে বোঝানো হয়েছে ।ইন্টিজার টাইপ বলতে বোঝানো হয় পূর্ন সংখ্যাকে যেমন :1,2,3 ইত্যাদি । এখানে আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লিয়ার করেছি । 

printf ("Enter first value: ");

printf এটি  এটি একটি ফাংশন  যার মাধ্যমে কনশলে কোন কিছুকে ডিসপ্লে করা হয় । Enter first  value কে ডিসপ্লে করার জন্য printf ফাংশন ইউজ করেছি । 

scanf ("%d",&a);

ইউজারের কাছে থেকে কোন ভেলু এন্ট্রি করানোর জন্য আমরা এখানে scanf use করেছি । scanf
 এর ভিতরে %d দিয়েছি এটি দেয়ার কারন এখানে আমরা int টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি । &a তে বোঝানো হয়েছে আমরা first variable a এর মান নির্ধারন করা হয়েছে । 

printf ("Enter sceond value: ");  

printf এটি  এটি একটি ফাংশন  যার মাধ্যমে কনশলে কোন কিছুকে ডিসপ্লে করা হয় । Enter Sceond  value কে ডিসপ্লে করার জন্য printf ফাংশন ইউজ করেছি ।


scanf("%d",&b);

ইউজারের কাছে থেকে কোন ভেলু এন্ট্রি করানোর জন্য আমরা এখানে scanf use করেছি । scanf
 এর ভিতরে %d দিয়েছি এটি দেয়ার কারন এখানে আমরা int টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি । &b তে বোঝানো হয়েছে আমরা second variable bএর মান নির্ধারন করা হয়েছে । 


sum=a+b;

সূত্র 

printf ("SUM= %d", sum); 

রেজাল্ট কে ডিসপ্লে করানোর জন্য 

  return 0;

কোন মান রির্টান করবে না ।  

output :

 



 

No comments:

Post a Comment