***WELCOME TO MY BLOG ** More information about me Click Here.

FUNCTION IN C 02

FUNCTION IN C
part-02


         এটা “হেডার ফাইল” আশা করি তোমাদের এটা বোঝাতে হবে না 







int tanzim(int a) এটা আমরা তৈরী করেছি । অথ্যাৎ ইউজারের তৈরী ফাংশন, tanzim এর আগে যে int আছে এটা হচ্ছে ফাংশনটা কি মান রির্টান করবে তার উপর ‍ভিত্তি করে দেওয়া। এখানে আমি float ও দিতে পারতাম তাহলে আমরা দশমিক মান রির্টান করতে পারতাম ।tanzim হচ্ছে ফাংশনের নাম আর tanzim এর পরে (int a) আছে এটা হচ্ছে tanzim ফাংশনের parameter or argument list






এ অংশের মানে হচ্ছে tanzim (int a) ফাংশনটি কি রির্টান করছে তা এখানে আমরা যদি
{
     return a+5;
}
a+5 যোগ করতাম তাহলে ফাংশনটি ‍a মানের সাথে আরও পাঁচ যোগ করে ডিস্প্লে করে দেখাতো। 








এর পর মেইন ফাংশন যেখানে আমরা ‍a এর মান নির্ধারন করে দিবো আরেকটি ভেরিয়েবল এর মাধ্যমে  






তোমরা প্রথমেই দেখলে লক্ষ করতে পারবে আমি মোইন ফাংশনের প্রথমেই int b; দিয়েছি। কারন এ b ভেরিয়েবল এর মাধ্যমে আমরা a এর মান নির্ধারন করে দিবো যেটা প্রিন্টে দেখতে পারবো।
b=tanzim(5);
b এর মাধ্যমে ফাংশনে ‍a এর মান নির্ধারন করে দিলাম যখনই আমরা ব্যারাকেটে কোন মান দেব তখনি তা a এর মান হয়ে যাবে। এবং ফাংশনে গিয়ে তা রিটানের মাধ্যমে আবার মেইন ফাংশনে এসে তা প্রিন্ট করবে । 




Output
 

 

 












No comments:

Post a Comment